বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর শিয়া মসজিদ সংলগ্ন মোড়ে মুদির দোকানে তালা কেটে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনা সূত্রে জানাযায়, নূরনগর রামচন্দ্রপুর গ্রামের মৃত মোঃ কুরবান আলী সরদারের পুত্র মোঃ মকবুল সরদারের ইউনিয়নের হরিপুর শিয়া মোড়স্থ মুদির দোকানে প্রতিদিনের ন্যায় গত ১১ মে শনিবার রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে নিজ বাড়িতে যায়। পরের দিন রবিবার সকালে দোকান খুলতে যেয়ে দেখে দোকানের দুইটি তালা ভাঙা এবং দোকানের শাটার উঁচু করা। ভিতরে প্রবেশ করে দেখে কে বা কাহারা দোকানের আনুমানিক ৪০ হাজার টাকার দামি কিছু মালপত্র ও ক্যাশ বাক্স রক্ষিত ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। সঙ্গবদ্ধ চোর চক্রটি দোকানের মাল পাত্র ও ক্যাশ বাক্সের রক্ষিত টাকাগুলো নিয়ে ভাঙা ক্যাশ বাক্স ও দোকানের তালা রাস্তার পাশে ফেলে রেখে যায়। চুরির ঘটনাটি দোকান মালিক মকবুল সরদার স্থানীয় প্রশাসনকে জানানো সহ তার দোকানের চুরি কৃত মালামাল ও টাকা উদ্ধারের জন্য আশু পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন। চুরির বিষয়টি মকবুল সরদারের কাছে জানতে চাইলে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান, স্থানীয় কিছু বখাটে মাদকাসক্ত যুবক মাদকের টাকা জোগাড় করতে না পেরে চুরি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। তারাই আমার দোকানের টাকা সহ মালামাল চুরি করতে পারে।