শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার সহযোগিতায় এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গতকাল বিকাল সাড়ে ৩ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে অতিঃ জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ মইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু, সহকারী কমিশনার নুসরাত জাহান অনন্যা, সহকারী কমিশনার ইসতিয়াক আহমেদ অপু,মোঃ তাজুল ইসলাম,সাইফুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, সরকারি প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মতিউর রহমান সহ এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ জেলার সাত উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। একত্রিশ স্টলের বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ইভেন্টের প্রদর্শনী স্থাপন করেন। তার মধ্যে থেকে সিনিয়র, জুনিয়র ও বিশেষ ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক গাজী মমিন উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com