কেশবপুর ব্যুরো ॥ কেশবপুরে ২০টি মাধ্যমিক বিদ্যালয় স্থানীয়ভাবে পরিচালিত সততা স্টোরে দুর্নীতি দমন কমিশন অর্থ প্রদান করেছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে যশোর দুর্নীতি দমন কমিশন ও কেশবপুর উপজলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ঐ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়াজন করে। কেশবপুর উপজলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপপরিচালক আল আমীন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, যশোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ স্থানীয় বেসরকারি সংস্থার পরিচালক মোঃ রেজাউল ইসলাম । আরও বক্তব্য দেন, কমিটির সহ-সভাপতি সামছুন নাহার ও সুপ্রভাত বসু, সদস্য সৈয়দ আকমল আলী ও মাসুদা বেগম বিউটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ১০ হাজার করে দুই লাখ টাকা তুলে দেন।