কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে প্রচন্ড তাপদাহের মাঝে তালের শাঁস বিক্রিতে ব্যাস্ত সময় পার করেছে তাল ব্যাবসায়ীরা। গরমের সাধারন মানুষের খাদ্য তালিকায় তালের শাঁস ও ¯’ান পেয়েছে। উপজেলার ঐহিত্যবাহী নাজিমগঞ্জ বাজারের প্রায় মোড়ে মোড়ে বৈশাখ ও জৈষ্টের শুরু থেকে উক্ত তালের শাঁস বিক্রি করতে দেখা গেছে। প্রচন্ড গরমে মৌসুমি তালের শাঁস সাধারন মানুষ উক্ত ফলের উপর চাহিদা বাড়ে। প্রত্যেকেই বাড়ি ফেরার পথে তালের শাঁষ ক্রয় করে বাড়ির ফেরে পরিবার পরিজনের জন্য। উপজেলা জুড়ে প্রায় সকল হাট বাজারের মোড়ে মোড়ে প্রচন্ড গরম থেকে তৃষ্ণা মেটাতে উক্ত মৌসুমি ফলের চাহিদা অনুযায়ী ক্রয় বিক্রয়েবেশ ধুম পড়তে দেখা যায়। বিশেষ করে শিশু,কিশোর বয় বৃদ্ধাদের মাঝে উক্ত তালের শাঁস মুখোরোচক হয়ে উঠেছে। দিন দিন তালের শাঁস বানিজ্যিক ভিত্তিতে প্রত্যন্ত অঞ্চাল থেকে দেশের রাজধানীতে ট্রাকে করে নিয়ে যেতে দেখা যায়। আর সাধারন মানুষের মাঝে ও উক্ত ফলের বেশ চাহিদা বেড়েই চলেছে।গতকাল উপজেলার ঐহিত্যবাহি নাজিমগঞ্জ বাজারের মসজিদ সংলগ্ন মোড়ে তালের শাঁস ক্রয়কালে ক্রেতা রিয়াদ হোসেন,শেখ সুমন, জিএম মতিয়ার রহমান প্রতিনিধিকে জানান প্রচন্ড গরমের মধ্যে কচি তালের শাঁসতো ভালই লাগে আর দাম ও ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে। প্রথমে একটু বেশি প্রলক্ষিত হলেও এখন পিচ ৩টাকায় বেশ ভাল মানের তালের শাঁস মিলছে।যাই হোক দিন দিন উপজেরার প্রত্যন্ত অঞ্চাল থেকে প্রচুর পরিমানে গাছিরা তাল ফল পেড়ে শহর উপজেলা থেকে জেলা শহর এমনকি রাজধানীতে বানিজ্যিক ভাবে প্রেরন করছে।