স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর উদ্যোগে ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম সার্বিক সহযোগিতায় গতকাল সকাল ১০ টায় শহরের মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট সেন্টারের সিপিডির ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড.দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান, সংরক্ষিত সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।বক্তব্য রাখেন,সাতক্ষীরা অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন,সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহানন্দ মজুমদার, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস আরেফিন, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান কবির,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোছাঃ এছমত আরা বেগম, সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষক তৌফিকুল ইসলাম খান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। বক্তারা বলেন, যুবকদের দক্ষ করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। সর্ব অবস্থায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। এটি বাস্তবায়ন করতে হলে কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠানের প্রসার করাতে হবে। এই শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশে ব্যাপক উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। তবে কাউকে পিছে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সম্ভব হবে না। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ে তুলতে হবে। এর পূর্বে সাতক্ষীরার বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন। বাংলাদেশে সরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রমের একটি নিরীক্ষা প্রতিবেদন তুলে ধরেন তিনি। এসময সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্টজনেরা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।