বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে তীব্র তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। গতকাল ১৬ মে বৃহস্পতিবার বেলা ১২ টায় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে
নূরনগর বাজারঅস্থ আলহাজ্ব ডাঃ শেখ আইয়ুব আলী মার্কেট সংলগ্ন পথচারীদের মাঝে ৪০০ বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। উক্ত পানির বিতরণ অনুষ্ঠানে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পানি বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে অতি গরমে অতিষ্ট মানুষদের সেবা দিতে তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারীদের পাশে দাঁড়িয়েছেন নূরনগর মানবতা কল্যাণ ফাউন্ডেশন। অসহনীয় তাপমাত্রায় খেটে খাওয়া মানুষগুলো নিদারুন কষ্টে পতিত হয়েছে। তারাই গায়ের ঘাম এবং শ্রম দিয়ে সভ্যতাকে আগলে রেখেছে। তাদের হাতে বিশুদ্ধ পানি দিয়ে আমরা কর্তব্য পালনের ক্ষুদ্র চেষ্টা করেছি এবং আগামীতে উক্ত ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সার্জেন্ট শেখ রওশান আলম, নূরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সদস্য আব্দুস সেলিম, শফিকুল ইসলাম, আরাফাত হোসেন, মোঃ হাবিবুল্লাহ, মোঃ হাফিজ, রাজু মন্ডল, আব্দুর রউফ, নাজমুল সুমন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।