কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জের কবি মানিক চন্দ্র ঘোষের পিতা ও সাংবাদিক বিশ্বরূপ ঘোষের দাদু স্বর্গীয় বৃন্দাবন ঘোষের ১৭তম মৃত্যুবার্ষিকী এবং ফুলমনি ঘোষের স্মৃতির উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা, ধর্মীয় ভজন, শ্যামা সংগীত ও ভক্তিমূলক গানে পরিবেশন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৮টা থেকে গভীর রাত পর্যন্ত ভাড়াশিমলা পূর্ব-নারায়নপুর গ্রামে কবির নিজ বাড়িতে স্থাপিত স্বামী বিবেকানন্দ মন্দির প্রাঙ্গণে মা ও বাবার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র পরিচালনায় প্রার্থনা সংগীত ও অঞ্জলি পরিবেশন করেন খলিশখালী রামকৃষ্ণ আশ্রমের সংগীতশিল্পী তারকসহ অন্যান্য শিল্পীবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে ঠাকুরের গান, বিবেকানন্দের গান, মায়ের গান, শ্যামা সংগীত ও ভজনগীতি পরিবেশন করে শিল্পীরা। ভক্তবৃন্দ ও গ্রামবাসী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ি, কবি-সাহিত্যিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।