বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় ঐতিহাসিক ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে উপজেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু ও ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল ও গাজী গোলাম মোস্তফা বাংলা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম সালাউদ্দিন আহমেদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি এ্যাডঃ জিএম শোকর আলী, নূরনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফয়সাল আহমেদ সুমন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম সোহাগ, নিপা রানী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক।