কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের হাড়দ্দহা যুব সংঘের আয়োজনে এক প্রিতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হয়।গতকাল বিকাল সাড়ে ৩টায় হাড়দ্দহা ফুটবল মাঠে অনুষ্টিত প্রীতি ক্রিকেট ম্যাচে একদিকে অংশ গ্রহন করেন পাইকগাছা উপজেলা লিজেন্ট ক্রিকেট একাদশ অন্যদিকে বি এইচ সি যুব সংঘ ক্রিকেট একাদশ। ক্রিকেট ম্যাচ উদ্ভোধন করে সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক জি এম মহিবুল্লাহ রনি। উপ¯ি’ত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুস সবুর,পশ্চিম বসন্তপুর শান্তি নিকেতন ক্লাবের সাধারন সম্পাদক বাবলূ রহমান প্রমুখ।উক্ত খেলায় বিএইচসি যুব সংঘ ক্রিকেট একাদশ টর্সে জিতে ব্যাট করতেনেমে নির্ধারিত ১৫ ওভারে ১৭০রান করেন। ১৭১রানের তারগেটে পাইকগাছা উপজেলা লিজেন্ট ক্রিকেট শুধুমাত্র ৭০রানে ওয়াল আটউ হয়।ফলে হাড়দ্দহা ক্রিকেট একাদশ জয়লাভ করেন।হাড়দ্দহা ক্রিকেট একাদশের অধিনায়ক জিএম সজিব হোসেন সাহেদের নেতৃত্বে ম্যন অবদা ম্যাচ নির্বাচিত হন সাতক্ষীরার গর্ব বিশ্ব বিখ্যাত কাটার মুস্তাফিজের ছোট ভাই মোখলেছুর রহমান পল্লু। তিনি একাই ৬৮রান করেন।