শিবপুর প্রতিনিধি ॥ গোদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রসায় আমেনা জাহাবক্স ফাউনডেশন ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপপাতালের অধ্যাপক মোস্তাফিজুর রহমানের উদ্যেগে প্রতি বছরের ন্যায় গতকাল সকাল ১০টায় সল্প খরচে চক্ষু অপরেশনের মাধ্যমে লেন্স সংযোযন (আই ও এল) প্রদান করেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চক্ষ শিবির উদ্ধধন করেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, উক্ত অনুষ্টানে খুলনা বিএনএসবি চক্ষু হাসপপাতালের ডাক্তার অয়ন সেন এর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট টিম প্রাথমিক ভাবে ৩৩ জন রোগীকে সনাক্ত করে খুলনা বিএনএসবি চক্ষু হাসপপাতালে নিয়ে যান। আজ লেন্স সংযোযন করে হসপিতালের নিজস্ব পরিবহনে করে সস্থলে পৌছে দিবে। চক্ষু শিবিরের আরো উপস্থিত ছিলেন ব্যাংকার মোঃ অলিউর রহমান, বারাকাতিয়া দাখিল মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার মোঃ নুর হোসেন,মাস্টার হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান প্রমুখ ।