ভোমরা প্রতিনিধি ॥ সাতক্ষীরা ব্যাটেলিয়ন ৩৩ বিজিবির অভিযানে ২৪১ গ্রাম স্বর্ণ সহ ১ নারী চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটক সদরের ভোমর লক্ষীদাড়ী গ্রামের মো: আইয়বু আলীর স্ত্রী মোছা: খুকুমনি (৫০)। বিজিবি সূত্রে জানাগেছে গতকাল সকাল ৯টায় ৩৩বিজিবির ভোমরা বিওপির টহলদল লক্ষীদ্বাড়ী ভেড়ি বাধের নিচে অভিযান চালিয়ে ২৪১ গ্রামস্বর্ণ সহ আসামীকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা পূর্বক আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। বিজিবি সূত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।