শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

সাতক্ষীরায় এলজিইডির ন্যাশনাল টেন্ডারস ডাটাবেজ বিষয়ক ওয়ার্কশপ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় এলজিইডির ন্যাশনাল টেন্ডারস ডাটাবেজ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির ডিম্যাপ প্রকল্পের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক মোঃ মাহবুবুর রহমান। তিনি বলেন, সকল ঠিকাদার সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। যথা সময়ে আপনাদের প্রয়োজনীও কাগজ পত্র সাবমিট করতে হবে। কাগজ পত্র প্রদান করতে ব্যর্থ হলে, পরে সংযুক্ত করার সুযোগ পাবেন না। এক্ষেত্রে আপনি টেন্ডারের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।এখানে দূর্নীতি অনিয়ম করা কোন সুযোগ নেই। নিয়ম মেনে কাজ করলে আপনার কোন সমস্যা হবে না। ঠিকাদার কিভাবে বিল পাবে সকল তথ্য এখানে থেকে পাবেন। স্বাগত বক্তব্য রাখেন এলজিইডির সদর দপ্তর ঢাকা নির্বাহী প্রকৌশলী সোনিয়া নওরিন। তিনি বলেন, সরকার ঠিকাদাদের প্রতি আন্তরিক হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বর্তমান সময়ে দেশের সকল দপ্তরে অনলাইনে মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকল প্রকৌশলী অধিদপ্তরের অনলাইনের মাধ্যমে টেন্ডারের আবেদন সাবমিট করতে হয়। প্রথম দিকে ঠিকাদারদের অনলাইনে কার্যক্রম পরিচালনায় একটু কষ্ট হলেও কিছুদিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ই টেন্ডারের মাধ্যমে আপনার সকল ঠিকাদারি কাগজপত্র দাখিল করবেন। সারাদেশে একই নিয়মে ঠিকাদারি কার্যক্রম পরিচালিত হবে। কোন প্রকৌশলী চাইলে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে পারবে না। সবকিছু একটি সিস্টেমের মধ্যে থাকবে। ঠিকাদারদের সহযোগিতা করার জন্য সারাদেশে ২৮ টি জেলায় এই পরিকল্পের অফিস খোলা হয়েছে। সাতক্ষীরা জেলায় অফিসের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এই অফিসগুলো প্রচলিত হবে। অফিস থেকে ঠিকাদারদের সকল কাজের সহযোগিতা করা হবে। উপস্থিত ছিলেন ডেভালোপমেন্ট ডিজাইন কনসালটেন্ট এর আইসিটি ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মোঃ জিয়াউর রহমান সহ এলজিইডির কর্মকর্তা ও বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিম্যাপ প্রকল্পের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আফজাল জামিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com