স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবুর লাঙ্গল প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) রাতে ভোমরা ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনী পথসভায় মশিউর রহমান বাবু বলেন, নির্বাচিত হলে সদর উপজেলাকে একটি স্মার্ট সু-সজ্জিত উপজেলা হিসাবে সাধারণ মানুষকে উপহার দেবো। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আমি একা চেয়ারম্যান হবো না, বরং সদর উপজেলার ৪ লক্ষ ৪ হাজার ভোটাররাই চেয়ারম্যান হবে। এ সময় তিনি সকলকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। ভোমরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মোমেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন লেসদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন,জাতীয় পার্টি নেতা প্রভাষক শরিফুল ইসলাম, জেলা জাতীয় তরুণ পার্টির যুগ্ম আহবায়ক স.ম মুজাহিদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভোমরা ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।