শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

সাতক্ষীরায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন অবহিতকরন সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় বেসরকারি উন্নয়ন সংস্থার সম্প্রীতি এইড ফাউন্ডেশন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি এইড ফাউন্ডেশন (ডিআইএসএ) উদ্যোগে গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদৌস। তিনি বলেন, প্রতিবন্ধীদের ছোট করে দেখার সুযোগ নাই। তাদের নিরাপদে গড়ে ওঠার পরিবেশ তৈরি করতে হবে। প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি লক্ষ্যে যোগ্য করে গড়ে তোলার দরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ের লক্ষ্যে সকলকে একসাথে কাজ করতে হবে। মনে রাখবেন কাউকে পিছে ফেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি প্রকল্প বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ, সহকারী কমিশনার এস এম আকাশ, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃআবুল খায়ের,জেলা শিল্পকলা একাডেমীর সাধাঃ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ঋষি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ হাসান মাহমুদ,খ্রিস্টান এসাসিয়েশনের সভাপতি স্বপন বৈরাগী,ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ফাদার নরেন বৈদ্য,সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য লুইস রানা গাইন সহ ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বেসরকারি বিভিন্ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগন, (বিশেষ চাহিদাসম্পন্ন) ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com