স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি, পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালঅমের সুস্থতা কামনা ও শারিরীক অসহায় খোজ খবর নিতে গতকাল দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম অসুস্থ আবুল কালামের হাটের মোড়স্থ বাসভবনে যান এ সময় আবুল কালঅমের সহধর্মিনী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি উপস্থিত ছিলেন। দৃষ্টিপাত পরিবারের অপরাপর সদস্য নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, চীফ রিপোর্টার মাছুদুর জামানসুমন, স্টাফ রিপোর্টার মীর আবু বকর, ম্যানেজার বুলবুল আহমদ সহ অপরাপর সদস্যরা উপস্থিত ছিলেন। দৃষ্টিপাত সম্পাদক পত্রদূত উপদেষ্টা সম্পাদকের দ্রুত আরোগ্য কামনা করেন। দৃষ্টিপাত পরিবারের সদস্যরা শয্যা পাশে অবস্থান ও চিকিৎসার খোজ খবর নেন।