শনিবার, ১০ মে ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে এবার সাইবার হামলার তৎপরতা, প্রথম পদক্ষেপে ব্যর্থ ভারতীয় হ্যাকাররা ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহŸান চীনের গাজার বাসিন্দাদের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছাতে হবে : রেড ক্রস ২০২৭ সালের মধ্যে রুশ গ্যাস আমদানি বন্ধের প্রস্তাব ইইউ’র আজ মস্কোতে পুতিন-শি বৈঠক, আলোচনা হবে ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র নিয়ে রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস প্যারেডে থাকবেন শি ও লুলাসহ ২৯ বিদেশি নেতা গাজায় ইসরাইলের অভিযানের বিরোধিতা চীনের রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার যুদ্ধের প্রভাবে অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ পাকিস্তানে নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ

কেশবপুরে বিল নার্সারী ও মাছের প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০২৪

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুরে বিল নার্সারী ও দেশীয় প্রজাতির মাছের পোনা প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ও ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের অর্থায়নে ঐ উপকরণ বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার পরিচালনায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা মৎস্য অফিসার সরকার মুহাম্মদ রফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার পরিমল চন্দ্র পাল, মেরিন ফিশারিজ অফিসার অর্পিতা বিশ্বাস প্রমুখ। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বেগমপুর এলাকার বাওড় মর্শিনা ও ফতেপুর এলাকার বিল মথুরায় রুই জাতীয় মাছের পোনা উৎপাদনের জন্য জাহানপুর মৎস্যজীবী সমবায় সমিতি এবং বিল মথুরা মৎস্যজীবী সমবায় সমিতিকে মাছের রেণু, চুন, ইউরিয়া, টিএসপি, রোটেনন, নেট, ফিড, খৈল ও খুঁটিসহ সাইনবোর্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার কন্দর্পপুর গ্রামের মাসুম বিল্লাহকে ১০ হাজার পিচ গুলশা মাছের পোনা ও ১২০ কেজি খাবার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com