স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে এবার জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মশিউর রহমান বাবু। সার্বিক উন্নয়ন নিশ্চিতে লাঙ্গল প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ মে) সকালে শহরের সুলতানপুর বড়বাজার থেকে গণসংযোগ শুরু করেন মশিউর রহমান বাবু। নানা শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। ভোটারদের কথা মন দিয়ে শোনেন, সংকট সমাধানের আশ্বাসও দেন। এ সময় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থী বাছাই করার আহ্বান জানান তিনি। মশিউর রহমান বাবু বলেন, জনপ্রতিনিধি না হয়েও অতীতে এলাকার উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। জয়ী হলে ভোটারকে দেয়া সব কথাই রাখবো।