কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে চেতাননাশক ঔষধ প্রয়োগের মধ্যেমে বীর মুক্তিযোদ্ধা দম্পতিকে অচেতন করে নগদ টাকা ও সোনার গহনাসহ প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর গ্রামে ঘটে। মারাত্মক অসুস্থ্য অবস্থায় বীর মুক্তিযোদ্ধা তারকনাথ মন্ডল (৭৫) ও তার স্ত্রী সোমা রাণী মন্ডল (৬৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কৃষি ব্যাংক কালিগঞ্জ শাখার কর্মকর্তা দিলীপ কুমার মন্ডল জানান, চাকুরী ও সন্তানদের লেখাপড়ার সুবাদে নলতায় বাসা ভাড়া নিয়ে রয়েছি। অন্যদিকে আমার বড়দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন দীপক কুমার মন্ডল সাতক্ষীরার বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন এবং বাবা ও মা দ‘ুজনে গ্রামের বাড়িতে থাকেন। ঐ রাতে বাবা বীর মুক্তিযোদ্ধা তারকনাথ মন্ডল ও মা সোমা রানী মন্ডল খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ৭টার দিকে প্রতিবেশীদের মোবাইলের মাধ্যমে জানতে পারেন যে, তার বাবা ও মা ঘরের দরজা খুলে বের হচ্ছেন না। সকাল সাড়ে ৭টার দিকে তিনি বাড়িতে এসে দেখতে পান দোতালার সিঁড়ির ঘরের দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারী ভেঙে নগদ টাকা ও সোনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এর আগে দুর্বৃত্তরা তারা বাবা ও মাকে চেতনানাশক ঔষধ দিয়ে অচেতন করে ফেলেছিলো। এসময় তিনি তাৎক্ষণিক বাবা ও মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধ পিতা-মাতাকে চেতনানাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে স্বর্ণালংকার নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র মিলে প্রায় ৮-৯ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।