কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্টে ইসমাইল হোসেন (১২) নামের মাদ্রাসা শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌতলা পুরাতন বাজারের শাহাজান আলীর ছেলে। থানা ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১২টায় নিজ বাড়িতে ফ্যানের সুইস দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। ইসমাইল হোসেন মথুরেশপুর ইউনিয়নের রায়পুর মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। ইতিমধ্যে সে পবিত্র কোরআনের তিন পারা হেফজ সম্পন্ন করেছে। তার পিতা একজন স্টেশনারী ব্যবসায়ী। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে সবার ছোট। ছেলের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।