আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে নির্বাচনোত্তর সহিংসতায় দ্বিতীয় দিন আরও ৭ জনসহ মোট ৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন, এসআই সাব্বির আহমেদ, এসআই শ্যামা প্রসাদ রায়, এএসআই মোঃ কবির হোসেনের পৃথক পৃথক অভিযানে পিরোজপুর গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে মোঃ আনারুল ইসলাম সরদার, তুয়ারডাঙ্গা গ্রামের মোঃ আঃ আহাদ মোল্যার ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেন। এ সংক্রান্তে থানায় ১৮(৫)২৪ নং মামলা রুজু করা হয়েছে। অপর অভিযানে নওয়াপাড়া গ্রামের মোঃ হবি সরদারের ছেলে আইজুল সরদার, নূর হোসেন গাজীর ছেলে মিজার গাজী ওরফে মুত্তাজুল, খায়রুল মোড়লের ছেলে আবু মুছা মোড়ল, মৃত জোনাব গাজীর ছেলে রেজাউল গাজীকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে থানায় ১৯(৫)২৪ নং মামলা রুজু করা হয়। উত্তর একসরা গ্রামের ছলেমান গাজীর ছেলে কামাল গাজীকে গ্রেফতার করে ২০(৫)২৪ নং মামলা রুজ করা হয়। এছাড়া সিআর পরোয়ানা-২৩৯/২৩ এর আসামী প্রতাপনগর গ্রামের আজগর সরদারের ছেলে আজাদুল ইসরামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।