বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় নাগরিক উদ্যোগ এর আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রিতিনিধি, এনজিও প্রতিনিধি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যবৃন্দের উপস্থিতিতে নাগরিক উদ্যোগ এর জেলা ভলেন্টিয়ার দুলাল চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা তথ্যসেবা সহকারী মাইমুনা তুস সাদিয়া, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা এনজিও পরিষদের সমন্বয়কারী গাজী আল ইমরান, উপজেলা দলিত নেতা মতীন্দ্রনাথ দাস, স্বপন দাস, ভবতোষ বৈরাগী প্রমুখ।