স্টাফ রিপোর্টার ঃ যশোরে অটোরিকশাচালক মফিজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ইকতিয়ার বিশ্বাসকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব। ইকতিয়ার বিশ্বাস যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মকছেদ আলী বিশ্বাসের ছেলে। অটোরিকশাচালক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ইকতিয়ার গোপনে সাতক্ষীরা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে র্যাবের একটি টিম গতকাল সকাল তাকে গ্রেফতার করে। জানাগেছে, ২০১১ সালের ২২ জুন রাতে যশোর জেলার হামিদপুরে মফিজুর রহমান তার হেলপার নয়নকে নিয়ে পুরাতন কেন্দ্রীয় বাসস্ট্যান্ড (মনিহার মোড়) থেকে অটোরিকশা নিয়ে বাড়ির পথে ফিরছিলেন। পথে হেলপার নয়নকে অটোরিকশা দিয়ে বাড়িতে চলে যেতে বলে তিনি ময়লাখানার সামনে নেমে যান। নয়নকে মফিজুর জানায়, ইকতিয়ারের কাছে কিছু টাকা পাবে। সে টাকা নেওয়ার জন্য ইকতিয়ার মোবাইলে তাকে ময়লাখানার সামনে ডেকেছে। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায় না। ২৪ জুন সকালে হামিদপুর ময়লাখানার পাশের একটি পুকুর থেকে মফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়। আলামত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি ইকতিয়ার ও অপর একজন আসামিকে আটক করে। তাদের জবানবন্দিতে উঠে আসে তাদের আরও তিন সহযোগীদের নাম। মূলত পাওনা টাকাকে কেন্দ্র করে শ্বাসরোধ করে হত্যা করা হয় মফিজুরকে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বিজ্ঞ আদালত বিচারকার্য শেষে এ হত্যায় আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গত ২০ মে ৫ জন আসামিকে মৃত্যুদন্ডের সাজা দেন। এ সময় তিন আসামি অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাব-৬এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।