চন্দনপুর (কলারোয়া) প্রতিনিধি ॥ ২৯ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত কাল শনিবার সন্ধায় চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় চন্দনপুর ইউ পি চেয়ারম্যান ডালিম হোসেনর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বায়ক কেরেলকাতা ইউ/পি চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভি পি), প্রভাষক নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, ভাইস চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সন্তান মফিজুল ইসলাম লাভলু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা আনোয়ার ময়না, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল মমিন মিঠু, সাবেক ছাত্রলীগ নেতা নাহিদ হাসান শাহিন, সাবেক ছাত্রনেতা নাইমুর রহমান হিমেল, অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন।