এস এম জাকির হোসেন/সাইদুর রহমান ॥ শ্যামনগর উপজেলায় ডাম্পার ট্রাকের ধাক্কায় পলাশ আউলিয়া (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল ২৫ মে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড় কুপোট এলাকায় নওয়াবেঁকী-কলবাড়ী সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। নিহত পলাশ উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্র। সে একই উপজেলার মুন্সিগঞ্জের জেলেখালী গ্রামের ভোলানাথ আউলিয়ার পুত্র। স্থানীয়রা ঘাতক ডাম্পার ট্রাকটি আটক করেছে। নিহতের সহপাঠী সাদিক হোসেন জানান, তারা দুই বন্ধু বাড়ি থেকে মটর সাইকেলযোগে কলেজে যাচ্ছিল। বড়কুপোট এলাকায় পৌছানোর পর জামান ব্রিকস নামীয় প্রতিষ্ঠান থেকে দ্রুত গতিতে ডাম্পার ট্রাকটি মুল সড়কে উঠার চেষ্টা করে। এসময় ডাম্পারের অগ্রভাগ দিয়ে পিছনে ধাক্কা দেয়া হলে মটর সাইকেলসহ তারা রাস্তায় ছিটকে পড়ে। একপর্যায়ে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে পলাশ নিহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন বলেন, চাকার নিচে পড়ে ফুসফুস ফেটে এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র পলাশ আউলিয়া নিয়ত হয়। এ ঘটনায় সড়ক ও পরিবহন আইনে থানায় একটি মামলা হয়েছে। গাড়ি চালক উপজেলার বিড়ালক্ষী গ্রামের বাসার সানার পুত্র বেলাল হোসেন (৪০) কে আটক করে থানা হাজত রাখা হয়েছে। আগামীকাল রবিবার অর্থাৎ আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এর দু’দিন আগে উপজেলার হায়বাদপুরে ডাম্পার ট্রাকের ধাক্কায় আব্দুল করিম নামে এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় উপজেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।