বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ঘোলা এলাকা থেকে ভারতীয় ১০ রকমের বিভিন্ন ওষুধ সহ নয়ন বিশ্বাস (৩০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। জব্দকৃত ওষুধের মূল্য আনুমানিক ৫ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা। শ্যামনগর থানা পুলিশ সূত্রে জানাযায় জানা, শুক্রবার বিকালে পুলিশের বিশেষ অভিযানে নয়ন বিশ্বাস নামে এক চোরাকারবারিকে ভারত থেকে চোরাইপথে আনা ওষুধসহ আটক করা হয়। নয়ন বিশ্বাস সাতক্ষীরা শহরের রাজারবাগান পূর্ব পাড়া (সাধুডাঙ্গা) এলাকার জয়দেব বিশ্বাসের পুত্র। গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশের একটি দল উপজেলার ঘোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্তের ওপার থেকে পাচার করে আনা ১০ রকমের বিভিন্ন ধরণের ওষুধসহ চোরাকারবারি নয়ন বিশ্বাসকে আটক করে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল কাশিমাড়ী ইউনিয়নে ঘোলা এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের অভিযানে নয়ন বিশ্বাস নামের একজনকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে ৩১ নং মামলা রুজু করে আসামি নয়ন বিশ্বাসকে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।