দৃষ্টিপাত রিপোর্ট ॥ প্রকৃতির রুদ্ররাষ আর হিংস্রতাকে মোকাবিলা করে, বুকে ধারন করে, নিজের সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে বারবার রক্ষা করেছে উপকুলীয় জনপদকে। এযন মোমবাতির সেই চিরায়ত প্রবাদ চলো আমরা মোমবাতির মত বাঁচি নিজেকে শেষ করে অন্যকে আলো দিয়ে। হ্যাঁ আমরা বলছিলাম আমাদের প্রিয় সুন্দরবনের কীর্তির কথা, রক্ষাকবচ সুন্দরবনের কথা, উপকুল রক্ষায় ঘর্ণিঝড় রিমাল কে বুক চাপড়িয়ে, বুকে ধারনকরে মোকাবিলা করছে সুন্দরবন। বঙ্গোপসাগর এর কোল ঘেষে দাঁড়িয়ে থাকা প্রকৃতির অনন্য অসাধারন সৃষ্টি আমাদের সুন্দরবন। চারিধারে নদী,জনবসতি বঙ্গোপসাগরে সব মিলে সুন্দরবনের অবস্থান এবং অস্তিত্ব আমাদের উপকুলের সাথে সম্পৃক্ত। অতীতে এবং নিকট অতীতে যত গুলো প্রাকৃতিক দূর্যোগ উপকুলীয় জনপদে আছড়ে পড়েছে তা রুখে দিয়েছে। নিকট অতীতে ঘটে যাওয়া আইলা, সিডর, বুলবুল কেও প্রতিরোধ করেছে প্রিয় সুন্দরবন। রবিবারের ঘুর্নিঝড়কে বুকপেতে ধারনকরে উপকুলীয় জনপদকে রক্ষা করেছে। তার মধ্যে বিপুল পরিমান ক্ষতির শিকারে পরিনত হয়েছে দেশের সৌন্দর্য আর সম্পদে ভরা সুন্দরবন। ঘূর্ণিঝড় রিমাল প্রতিরোধে কেবল বৃক্ষরাজিই লড়াই করছে তা নয়, বন অভ্যন্তরে জীব বৈচিত্র নিদারুন ভাবে মৃত্যু মুখে পতিত হয়েছে। বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ এর অংশে বিশেষ জোয়ারের (জ্বলোচ্ছ্বাস) পানিতে তলিয়ে গেছে। বন অভ্যন্তরে থাকা মিঠা পানির পুকর গুলোতে লবনাক্ত পানি মিশে একাকার হতে তা বন্যপ্রাণীদের খাওয়ার ও আবাসের অনুপোযুক্ত হয়ে পড়ায় জীব বৈচিত্রের জন্য সুন্দরবন হুমকির কারনে পরিনত হয়েছে। সুন্দরবন যে ব্যাপক পরিমান ক্ষতিরমুখে পড়েছে তা দিনেদিনে স্পষ্টহচ্ছে ইতিমধ্যে ছাব্বিশটি হরিনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কামটা পুকুর ও অভয়ারান্য সমুদ্রের সাথে একাকার হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল যে ভয়ঙ্কর রুদ্রমূর্তি নয়ে আছড়ে পড়েছিল তা দৃশ্যত প্রিয় সুন্দরবন নিজের অস্তিত্ব দিয়ে রক্ষা করেছে।