কপিলমুনি প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ী প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। পাশাপাশি ঘূর্ণিঝড় রেমাল আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি পানিবন্ধী সহস্রাধিক পরিবারের পাশে সর্বদা থেকে কাজ করে চলেছেন তিনি। জানাগেছে, রবিবার ঘূর্ণিঝড় রেমাল ১০ নম্বর সংকেত দেখিয়ে আক্রমণার্থ পরিবেশে যখন স্থল ভাগে আংশিক আঘাত হানতে শুরু করে, ঠিক তখন পাইকগাছা উপজেলার দুর্গম পল্লীতে অবস্থিত জনসাধারণে মাঝে হাজির হন তিনি। তীব্র ঝড়ের আশংকা উপেক্ষা করে পরিবার পরিজন ফেলে গভীর রাত পর্যন্ত উপজেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলেন। তাদের দুঃখ দুর্দশায় কথা শোনেন ও একই উপজেলার মধ্যে অন্তগর্ত ঝুকিঁপূর্ণ ভেঁড়িবাঁধগুলো পরিদর্শন করেন। পাশাপাশি ঘূর্ণিঝড় রেমাল আগমনী বার্তা ও পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন। এব্যাপারে আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ী মাছ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস জানান, একটি দিন নয়, দুই দিন নয়। বিগত ৩৬ টি বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। সব সময় মানুষের পাছে থাকার চেষ্টা করেছি। সাধারণ মানুষকে সেবার মন মানষিকতা নিয়ে তাদের পাশে থেকেছি। কখন কারণ ব্যথার কারণ হওয়ার মত কোন কার্যকলাপ কখন কারও সাথে করেছি বলে আমার মনে হয়না। শুধু অর্থ দিয়ে নই, নিজের ভালবাসা দিয়ে ও অপরের ভালবাসা নিয়ে সারাটাজীবন সাধারণ মানুষের পাশে থাকতে চাই। শুধুমাত্র ঘূর্ণিঝড় রিমালের সময় নয়। বিগত দিন গুলোতে সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় সময় যেমন পাশে ছিলাম, তেমনি আজও আছি, ভবিষ্যৎতে থাকবো।