আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের সাথে উপজেলা সদর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল উপজোলা চেয়ারম্যানের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ কালে টানা ৪র্থ বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে আশাশুনি বাজার বণিক সমিতির নের্তৃবৃন্দ পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনার মাধ্যমে বাজারের সুনাম অর্জনের আহবান জানান। সমিতির নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তারা বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় উপজেলা চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেন। এসময় বণিক সমিতির নেতৃবৃন্দসহ উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, উপজেলা জাতীয় পার্টির নেতা ইয়াহিয়া ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।