আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি (শালখালী) ব্রীজের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল কাজের উদ্বোধন করা হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির ঐকান্তিক প্রচেষ্টায় তার পক্ষে ২কোটি ৮০ লক্ষ ৯২ হাজার ৯৫১ টাকা বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দকৃত অর্থ ব্যয়ে কামালকাটী (শালখলী) বাজার সংলগ্ন ব্রিজের ছাদের ঢালাই কাজের উদ্বোধন করেন এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল। বহু প্রতিক্ষার পর ব্রীজ নির্মান কাজ সম্পন্ন হলে গুরুত্বপূর্ণ ব্রীজ ব্যবহারের মাধ্যমে জন সাধারণের চলাচল এবং যানবাহন চলাচল ও মালামাল পরিবহনের ভোগান্তির অবসান ঘটবে।