কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন বাজারে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিদপ্তর ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় শাস্তি প্রদান করেছে। কলারোয়া উপজেলা স্যানেটারী পরিদর্শক শফিকুর রহমান জানান, দেশব্যাপী ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে গয়ড়া বাজারের রাসেল ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ সংরক্ষণের দায়ে মালিক কবিরুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া গয়ড়া বাজারের ফারুক হোসেনের আইসক্রীম ফ্যাক্টরীতে কোন বৈধ কাগজ পত্র না থাকায় ফ্যাক্টরীটি সীল গালা করা হয়েছে ও চান্দুড়িয়া বাজারের ভাই ভাই রেস্টুরেন্টে মেয়াদ উর্ত্তীর্ণ আইসক্রীম পাওয়ায় সে গুলো নষ্ট করা হয়েছে। বুধবার বিকাল ৫টার সময় ভেজাল বিরোধী অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন, কলারোয়া উপজেলা স্যানেটারী পরিদর্শক শফিকুর রহমান ও কলারোয়া থানার এএসআই মিজানুর রহমান।