স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে গতকাল বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান,স্টল, উপকরন প্রদর্শনী এবংআলোচনা সভা অনুুষ্ঠিত হয়। আলো ছড়ানো আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লঅ পারভীন সেজুতি। মনোমুগ্ধকর প্রদর্শনী পরিদর্শন করেন প্রধান অতিথি। এর পূর্বে আয়োজন স্থান পিটিআই চত্বরে প্রধান অতিথি উপস্থিত হলে স্বাগত জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বৃষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি বলেন, প্রাথমিক শিক্ষা জীবনের প্রথম শিক্ষা এই শিক্ষা গোটা শিক্ষা ব্যবস্থার ভিত্তি। আমাদের সম্মানীত শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী পিতৃস্নেহে মাতৃস্নেহে শিক্ষার্থীদের কে শিক্ষা দান করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন নিজ সংসারের কাজ যেমন আমরা অতি গোছানো এবং আন্তরিকতার করি এমনই হওয়া চাই। জাতীর পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে গণমুখি করনে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন। বর্তমানে প্রাথমিক বিপুল পরিমান অর্থ বরাদ্ধ করে বলে সরকার উক্ত অর্থ পরিপূর্ণতা যেন পায় সে বিষয়ে সতর্ক ও আন্তরিক থাকতে হবে। শিক্ষাকতা পেশাকে নির্ভেজাল শিক্ষাকতারই মানদন্ডে নিতে হবে। দলীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়, প্রতিনিধিদের পরিচয়ে যেন আমরা (শিক্ষকরা) বাড়তি সুবিধা বা অনিয়ম করার চিন্তা না করি। তিনি উপকরন ভর্তি স্টল পরিদর্শন করেন। সুন্দর আয়োজনের জন্য জেলা প্রাথমিক শিক্ষাদপ্তরকে ধন্যবাদ জানান এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসুিমন করিমী, পিটিআই সুপার মোল্লা শহীদুজ্জামান,সাত উপজেলার শিক্ষা অফিসার সহকারী শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সহকারী শিকষক সহ বিপুল সংখ্যক অভিভাবক আলোচনা সভা সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। অপরাহেৃ সমাপনীঅনুষ্ঠানে উপস্থিত থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন ইয়াসমিন করিমী।