শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

আমার দরজা সর্বদলীয় মানুষের জন্য উন্মুক্ত ব্রহ্মরাজপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪

ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু ও সদরের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রাতে ধুলিহর-ব্রহ্মরাজপুর ও ফিংড়ি ইউনিয়ন ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের মাঠে এই গণসংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবু বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের পাশে পূর্বেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি আপনাদেরই সন্তান। কে কোন দলের লোক সেটা আমার দেখার বিষয় না, আমার দরজা সর্বদলীয় সকলের জন্য সব সময় খোলা থাকবে আপনারা যেকোনো বিষয় নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। তিনি আরও বলেন, এই উপজেলা পরিষদের চেয়ারের মালিক আমি নই, আপনারা সকলেই। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি আমি সকলেরই চেয়ারম্যান। সদর উপজেলার যেকোনো সমস্যা আপনাদের সঙ্গে নিয়েই করব। গ্রীন-ক্লিন-স্মার্ট সাতক্ষীরা সদর উপজেলা বিনির্মাণে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সাতক্ষীরা জেলা ইমরত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জাতীয় পার্টি নেতা আলিম চৌধুরী, জাহাঙ্গীর কবির, শামসুর রহমান সোনা, শেখ আঃ রশিদ, ইউপি সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল হাকিম, শেখ লুৎফর রহমান, কানাইলাল সাহা কানু,মো: আব্দুস সামাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইমরত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. আব্দুল কুদ্দুস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com