শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

বাঁশদহর মির্জনগর হাই স্কুলের নয়া কমিটি গঠন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০২৪

বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ অবশেষে সকল জল্পনা কল্পনার অবষান ঘটিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের মির্জনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে প্রিজাডিং অফিসার সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকতা সঞ্জিব কুমার দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত কমিটি গঠন অনুষ্টানে অভিভাবক সদস্য ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল হক অত্র বিদ্যালয়ের নয়া সভাপতি হিসাবে মোঃ বদরুজ্জামানের নাম প্রস্তাব করিলে সভায় সর্বসম্মতি ক্রমে তা গৃহীত হয় ।এ সময় মোঃ বদরুজ্জামানকে মির্জনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং অন্যান্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।উক্ত সভায় অভিভাবক সদস্য হিসাবে যথাক্রমে মোঃ আজহারুল হক ,খলিলুর রহমান,আখতারুজ্জামান,হাসান আলী,শিরিন শীলা এবং শিক্ষক প্রতিনিধি হিসাবে সহ.শিক্ষক সাজ্জাদ হোসেন, আবু সাঈদ, ঝরনা খাতুন উপস্থিত ছিলেন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজাজুদ্দীন, বাঁশদহা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সবুজ , সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম,শরিফুল ইসলাম,ফারুক হোসেন অলিয়ার রহমান,উক্ত বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com