কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় এনএটিপি প্রকল্পের ফেজ-২ কর্মসূচির আওতায় উপজেলার সকল ইউনিয়নের ২ জন করে মোট ২৪ জন মহিলা মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন মৎস্য উপকরণ ও দেশীয় মাছের পোণা বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বেলা ১১টার সময় বিভিন্ন উপকরণ হিসেবে চাষিদের মাঝে শিং ও মাগুর জাতীয় দেশি মাছের পোনা ও মাছের বিভিন্ন ধরণের খাদ্য বিতরণ করা হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সিআইজি মহিলা সদস্যদের মাঝে এ সকল উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা তৌফিক হোসেন প্রমুখ। প্রতি মৎস্য চাষীকে ৪৫০০ পিস মাছের পোনা, ৪ বস্তা করে মাছের খাদ্য ও একটি সাইনবোর্ড বিতরণ করা হয়।