কাশিমাড়ী প্রতিনিধি ॥ “স্বচ্ছতা ও জবাব দিহিডার ভিত্তিতে শক্তিশালী,আদর্শ ও কার্যকর ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে ইউনিয়ন বাসীর অংশগ্রহণে” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে শ্যামনগর উপজেলার ২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত বাজেট সভা উপলক্ষে শুক্রবার (৩১ শে মে) বিকাল ০৪ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিটি ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজেটের উপর নির্ভর করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়। সেক্ষেত্রে যে পরিষদের বাজেট বেশি হয়ে থাকে তার উন্নয়নমূলক কার্যক্রমও বেশি হয়ে থাকে। কাশিমাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিচ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ- উজ জামান সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবি রঞ্জন মন্ডল, উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব প্রভাষ কুমার মন্ডল। উক্ত বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল গফুর, ইউপি সদস্য এস এম শাহাবুদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী নূরুল হক বাচ্চু প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ সহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৩ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৮২৬টাকা আয় এবং ৩ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৮২৬ টাকা অর্থ ব্যয় দেখানো হয়েছে। সেই সাথে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন ইউপি সচিব প্রভাষ কুমার মন্ডল।