বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরাস এসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: ফরহদা হোসেন (৫১) গতকাল শনিবার ভোরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থয় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যকালে তিনি মাতা,ভাই, স্ত্রী, ৩পুত্র সহ অসংখ্য আত্মীয়স্বজন ওগুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ মাগরিব সাতক্ষীরা কালেক্টরেট মসজিদ চত্ত্বরে জানাযা নামাজ শেষে ্মরহুমের লাশ রসুলপুর সরকারী গোরস্থানে দাফনসম্পন্ন হয়েছে। মরহুম ফরহাদ হোসেন পলাশপোল পালিত পুকুর এলাকার বাসিন্দা ছিলেন।