শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

সাধারণ মানুষের সাথে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু’র কুশল বিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। শনিবার (১ জুন) সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। তার এমন আগমনে এলাকার সাধারণ মানুষ খুশিতে আত্মহারা। পরে নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবু সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সকলের কাছ থেকে সহযোগিতা ও দোয়া কামনা করেন। কুশল বিনিময় কালে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু বলেন, আজকের এই বিজয় সাতক্ষীরা সদর উপজেলার সাধারণ মানুষ ও নেতা কর্মীদের প্রাপ্তি। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার এ বিজয় আপনাদের উৎসর্গ করে দিলাম। এই এলাকার গরীব, দুঃখী অসহায় মেহনতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা ও চাওয়া সেটি যেন পূরণ করতে পারি। সবশেষে দলীয় নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করেন। এ সময় সেখানে সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জাতীয় পার্টি নেতা প্রভাষক শরিফুজ্জামান, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com