কালিগঞ্জ প্রতিনিধি \ “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই ম্লোগানকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (তথ্য আপা) মেরিনা আক্তারের সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে তথ্যকেন্দ্র (তথ্য আপা প্রকল্প) কালিগঞ্জের আয়োজনে উঠান বৈঠকের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, প্রভাষক সৈয়েদ মাহমুদুর রহমান প্রমুৃখ।