কেশবপুর ব্যুরো ॥ কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের ইজিবাইক ড্রাইভার সামছুর রহমান সম্প্রতি স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শুক্রবার বিকালে যশোর জেলা ম্যাক্সি রাইডার চ্যাম্পিয়ান ও হিউম্যান হলার মালিক সমিতির নেতৃবৃন্দ ঐ অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। সমিতির কেশবপুরস্থ কার্যালয়ে ড্রাইভার সামছুর রহমানের পূত্র ইমন হোসেনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান, কার্যকরী সভাপতি আসাদুজ্জামান, লাইন সেক্রেটারি কামরুজ্জামান, নজরুল ইসলাম, আবুল হাসান, সোহেল হোসেন, কামরুজ্জামান, মনিরুল ইসলাম, আমিনুর রহমান প্রমুখ।