কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের মথুরেশপুরের চরদহার মাহফিল আজ অনুষ্ঠিত হবে। মথুরেশপুরের চরদহা মাহফিল কমিটির আয়োজনে মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মু্িক্তযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য,বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম আতাউল হক দোলন। প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন ইসলামী চিন্তাবিদ মুফাসসেরে কোরআন আল্লামা মাওলানা আব্দুল্লাহ আল আমি (ঢাকা)। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হযরত আল্লামা আফসার উদ্দীন সিদ্দিকী। তৃতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা জামাত আলী। উল্লেখ্য প্রাকৃতিক দূর্যোগ ঘূর্নিঝড় রেমেলের কারনে গত ২৯মের পরিবর্তে আজ মথুরেশপুরের চরদহা মাহফিল প্রাঙ্গনে এলকাবাসীর আয়োজনে মাহফিল অনুষ্টিত হচ্ছে।