খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের জানানো যাচ্ছে আগামী ৯ জুন-২০২৪ তৃতীয় পর্বের স্থগিতকৃত খুলনা জেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ (অপঃ ঢও ড়ভ ১৮৭৮) এর ১৭অ(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে নিম্নোক্ত আদেশ জারি করা হয়েছে। নির্বাচনী এলাকা ও তৃতীয় পর্বের স্থগিতকৃত উপজেলার নাম: ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলার নির্বাচনের তারিখ ৯ জুন-২০২৪। ২ জুন থেকে ১৬ জুন-২০২৪ তারিখ সময়ে সকল ধরণের বৈধ অস্ত্রের মালিক/লাইসেন্সধারীগণ কর্তৃক অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাফেরা করার ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ কাজে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্যদের ও বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানানো হয়।-তথ্য বিবরণী