বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার চিংড়াখালীতে ৮ দলীয় মরহুম কাওছার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, ক্রিড়াকে আঁকড়ে ধরি” এই প্রতিপাদকে সামনে রেখে গতকাল ৩ জুন সোমবার বিকাল সাড়ে ৪ টায় চিংড়াখালী শতদল সংঘের আয়োজনে সংঘের মাঠে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শতদল সংঘের কর্মকর্তা-সদস্য, এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ক্রিড়া প্রেমী দর্শক শ্রোতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ঈশ্বরীপুর স্পোটিং ক্লাব বনাম চিংড়াখালী শংকর সি বি এস যুব সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে শংকর সি বি এস যুব সংঘকে ০-১ গোলে পরাজিত করে ঈশ্বরীপুর স্পোটিং ক্লাব জয় লাভ করে। উক্ত খেলায় চিংড়াখালী শতদল সংঘের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এর সহধর্মিনী মিসেস রোজিনা দোলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন বাবলুর রহমান। খেলাটি সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ নজরুল ইসলাম মুন্না। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিংড়াখালী শতদল সংঘের সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন। ধারাভাষ্যকার ছিলেন মোঃ শাহজাহান সিরাজ ও মোঃ রবিউল ইসলাম সবুজ।