স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় নারী সুরক্ষা ফোরামের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আরা সংস্থার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল বিকাল ৪ টায় সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডের নারী সুরক্ষা ফোরামের সভানেত্রী রুপা খাতুনের সভাপতিত্ব সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাল্য বিবাহ, নারী নির্যাতন-পাচার, বহু বিবাহ, প্রশিক্ষণ, আয়বর্ধক কার্যক্রম, সমধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার, প্রতিবন্ধীদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সার্বিক সহযোগিতা প্রদান করেন প্রকল্পের ফিল্ড ভলান্টিয়ার আব্দুস সাত্তার। সভায় ৩০ জন নারী উপকারভোগী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী আব্দুর রসিদ।