শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

কোন ব্যক্তি মাদকাসক্ত হলে তার ধ্বংস অনিবার্য অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় কারাবন্দীদের মাঝে মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত যথেষ্ট এই প্রতিপাদকে সামনে নিয়ে জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সাতক্ষীরা জেলা কারাগারের আয়োজনে গতকাল সকাল সাড়ে ৯ টায় জেলা কারাগার চত্বরে জেলা কারাগারের জেলার হাসনা জাহান বিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত জেল সুপার বিষ্ণুপদ পাল। তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, কোন ব্যক্তি মাদকে আসক্ত হলে তার ধ্বংস অনিবার্য। পরিবারের একজন মাদকাসক্ত হলে সকলেই অশান্তিতে থেকে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ঘৃণা করা হয়। মাদক ব্যবসায়ী দেশ ও জাতির শত্রু। কোনভাবেই মাদকদ্রব্যের সংস্পর্শে যাবেন না। মাদকদ্রব্য থেকে আপনি দূরে থাকবেন অপরকে মাদকদ্রব্য থেকে বিরত থাকতে উৎসাহিত করবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আসুন মাদক পরিহার করে সকলেই ঐক্যবদ্ধভাবে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি শেখ মোঃ হাসেম আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রসিকিউটর মোঃ রাজিবুল ইসলাম, ওয়ারলেস অপারেটর মোঃ সাইফুল ইসলাম সুমন, জেলা কারাগারের সুবিদার মোঃ শরিফুল ইসলাম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা কারাগারের কর্মকর্তা এবং কারাগারে অবস্থানকারী সকল হাজতি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com