কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী টিএম আরিফিন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্প রচনায় ১ম স্থান অধিকার করেছেন। গত ৪ জুন বেলা ১২টায় গণভবনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত থেকে পুরুস্কার গ্রহন করেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী,শিল্পী হাশেম খান। এসময় মন্ত্রীবর্গ ও সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।পুরস্কার স্বরুপ নগদ অর্থমূল্য এবং সার্টিফিকেট পেয়েছে। টি এম আরেফিন ছাত্র জীবন থেকে সে বিভিন্ন বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা উপজেলা ও বিভাগ পর্যায়ের সুনাম অর্জন করেছে। সে ২০২১ সালে শ্রীখলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ পরে ২০২৩ সালে ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে । কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শেখ আব্দুল মজিদ ও জাহানারা পারভীনের এর পুত্র টি এম আরফিন ইতিপূর্বে সে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত রচনা উপযোগিতায় ২০২২ সালে দ্বিতীয় স্থান অধিকার করে জাতীয় সংসদের স্পিকার এর কাছ পুরস্কার গ্রহণ করে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পুরস্কার ও সনদ কৃতিত্বের সাথে অর্জন করেছে।