কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শেখ আব্দুস সত্তারের বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসময় নগদ অর্থসহ কয়েক লাখ টাকার স্বার্ণালংকার নিয়ে গেছে ডাকাত। ঘটনাটি (৫ জুন) বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ধলবাড়িয়া গ্রামে ঘটে। খবর পেয়ে থানার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। (কারাবন্দি) বিএনপি নেতার স্ত্রী রেহানা পারভীন, ছেলে আসাদুজ্জামান এবং পুত্রবধূ তানিয়া আক্তার জানান, প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া শেষে বাড়ির দ্বিতীয় তলায় নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক আড়াইটার ৫/৬জনের একটি মুখোশধারী দুর্বৃত্তরা নিচ তালার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর সিড়ি বেয়ে দ্বিতীয় তালায় উঠে দরজার নাট-স্ক্রু খুলে ভিতরে প্রবেশ করে। প্রথমে তারা রেহেনা খাতুন ও শিশু অনিককে মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে। এরপর আসাদুজ্জামানসহ বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা। ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। কাউকে কিছু না বলার জন্য জীবন নাশের হুমকি দেয় ডাকাত সদস্যরা। এ ঘটনায় বিএনপি নেতার ছেলে শেখ আসাদুজ্জামান বাদী হয়ে গতকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। কালিগঞ্জ থানার ওসি মোঃ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি মামলার প্রক্রিয়াধীন আছে।