দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট এস এসিপির আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯ টা হইতে দিন ব্যাপী উপজেলার সোনাতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী মাস্টারের বাড়ির উঠানে এতে প্রশিক্ষণ প্রদান করেন – উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসিম উদ্দিন,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্যামল কান্তি রায়, মৌতলা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান, দক্ষিণ শ্রীপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আবু লতিফ শামসুজ্জামান। প্রশিক্ষণে বক্তারা বলেন- বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। তাই বর্তমান সরকার কৃষকদের আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন ফসল উৎপাদনের জন্য উপজেলা পর্যায়ে এ কৃষক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আপনারা প্রশিক্ষণের বিষয়গুলো গুরুত্ব সহকারে ধারণ করে স্টোক পরে কাজে লাগাবেন। প্রশিক্ষণ শেষে ৬০ জন কৃষক কৃষাণীকে সম্মানী প্রদানকরা হয়।