দেবহাটা অফিস ॥ দেবহাটার পাঁচটি ইউনিয়নে গতকাল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল র্ট্নুামেন্ট ২০২৪ উদ্বোধন হয়েছে। উপজেলার ৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিয়ন ভিত্তিক খেলায় অংশ গ্রহন করে। কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নোয়াপাড়া ও সদর ইউনিয়নের পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত হয়। পারুলিয়া ইউনিয়নের খেলা পারুলিয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সভাপতিত্ব করেন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেহ উদ্দীন মুকুল, ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুর রহমান, পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু তালেব মোল্ল্যা, ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক মোঃ জিয়াদ আলী। উদ্বোধনী খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে। সখিপুর ইউনিয়নে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সাইফুল ইসলাম।