বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কৈখালী জয়াখালি চেয়ারম্যানের মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯ বোতল ভারতীয় মদ সহ ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল ৯ মে রবিবার দুপুর ১ টার দিকে জয়াখালি চেয়ারম্যানের মোড় সংলগ্ন এলাকা থেকে ভেটখালি বাজারের দিকে ইব্রাহিম ও বিল্লাল নামে দুই জন ৯ বোতল ভারতীয় মদ ব্যাগে করে নিয়ে আসছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই আহাদুজ্জামান আহাদ সহ পুলিশ টিম ঘটনাস্থল গিয়ে উপজেলার জয়াখালী চেয়ারম্যানের মোড় থেকে ভারতীয় মদ সহ উপজেলার মুন্সিগঞ্জ আটিরপাড় গ্রামের এবাদুল মোড়লের পুত্র ইব্রাহিম মোড়ল (২৪) ও একই ইউনিয়নের ধানখালি গ্রামের ইয়াকুব আলী গাজীর পুত্র বিল্লাল হোসেন (২৭)কে আটক করে। আটক পরবর্তী তাদের কে থানায় আনা হয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান ৯ বোতল ভারতীয় মদ সহ ২ মাদক কারবারিকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল সোমবার সকালে অর্থাৎ আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।