দেবহাটা অফিস \ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও দুর্নীতির প্রতিবাদে গতকাল দেবহাটা উপজেলা বিএনপি প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে। গরুহাট চত্বরে আয়োজিত উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মাছুম বিলাহ, জাকির হোসেন, হাসান সরাফি, বিএনপি নেতা রাজিব হোসেন রাজু, কৃষক দলের আহবায়ক গোলাম রসুল খোকন, আবুল হোসেন বকুল, সুমন বাবু, শ্রমিক দলের আহবায়ক বিকাশ চন্দ্র, যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, আহছান উলাহ ডালিম, জাসাস সভাপতি রাশিদুল ইসলাম রাশেদ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশফিকুর রহমান সৈকত প্রমুখ। কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে দেবহাটা উপজেলা বিভিন্ন ইউনিয়ন হতে বিএনপির অঙ্গ ও সহযোগী নেতা কর্মি ও সমর্থকরা উপস্থিত হয়।